‘ব্যাংকে টাকা রাখলে বেহেশতে যাওয়া যায় না’

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, ব্যাংকে টাকা রাখলে বেহেশতে যাওয়া যায় না। যে ব্যাংকেই টাকা রাখেন তা সুদ। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের এম রহমান কমপ্লেক্স ব্র্যাক ব্যাংকের ১৬৭তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তাব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, শ্রীনগরের ব্যবসায়ীরা ভালো আছেন। এলাকায় চাঁদাবাজি নেই। এলাকার উৎপাদনশীল খাতে এসএমই বিনিয়োগ চাই। ব্যবসায়ী ও উদ্যাক্তাদের স্বার্থে সুদের হার কমাতে হবে, বাড়াতে হবে টার্নওভার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর.এফ. হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ইএনও জাতান মার্মা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন, শাখার ব্যবস্থাপক আনোয়ার সায়াদাতসহ এলাকার ব্যবসায়ীরা।

সেলিম আর. এফ. হোসেন তার বক্তাব্যে বলেন, সুদের হার কমানো হয়েছে। চলতি বছরের শুরু থেকে ২০ শতাংশের নিচে নামানো হয়েছে।

তিনি বলেন, মুন্সিগঞ্জে এসএমই খাতে ৪শ’ গ্রাহককে ১২ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, প্রান্তিক জনগোষ্ঠির প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিয়ে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

ব্রেকিংনিউজ

Leave a Reply