মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা কবরস্থান এলাকা থেকে গতকাল শনিবার রাত ৯ টায় দেশিয় চোলাই মদ সহ রুবেল(২৬) কে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
সে রশুনীয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের মেছের আলী খানের ছেলে। অপর সহযোগী মোঃ দিলবার হোসেন (৩২) পলাতক রয়েছে। সে চরনিমতলা গ্রামের দয়াল মাস্তানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫ লিটার দেশিয় চোলাই মদ সহ তাদের আটক করতে সক্ষম হই।
সিরাজদিখান থানার এস আই আঃ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইম কে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দ্বায়ের করা হয়েছে।
স্বাধীনবাংলা
Leave a Reply