আব্দুলাপুরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ

টঙ্গিবাড়ী উপজেলার আব্দুলাপুর গ্রামে বসতবাড়ী দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সোমবার রাতে থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, আব্দুলাপুর গ্রামের মৃত এছাক শেখের স্ত্রী মমেতাজ বেগম পাইকপাড়া মৌজার আর এস ৩৫৪ দাগের ৪ শতাংশ ও একই বাড়ির মৃত ইমান আলী শেখের ছেলে বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম একই মৌজার আর এস ৩৫৩ দাগের ২০ শতাংশ খাস জমিতে বাড়ি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আছেন।

একই এলাকার মুরাদ শেখ, কাউছার শেখ, আমজাত শেখ সেই জমি দখলের পাঁয়তারা করছেন। এ ঘটনায় মমেতাজ বেগম সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।

যাযাদি

Leave a Reply