সুলতানা আখতার: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ ইউপির মনোনয়নপত্র জমার শেষ দিন ২২ফেব্রুয়ারী সোমবার। পরের দু’দিন ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই। ভোট গ্রহন ২২ মার্চ। দেশের প্রথম ধাপের এই ইউপি নির্বাচন নিয়ে এখানে ব্যাপক উৎসব আমেজ বিরাজ করছে। জনগণ খুব উৎফুল্লচিত্তে দিন কাটাচ্ছে ।
এই নির্বাচন নিয়ে সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার কাবেরী রায় স্বাক্ষারিত গণ-বিজ্ঞপ্তি জারি করেছে। এদিকে এই নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যেও নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগ ১৪টি ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের জন্য তাদের প্রার্থী ঘোষনা করেছেন। বিএনপিও প্রার্থী বাছাই শুরু করেছে।
দলীয় সূত্র জানিয়েছে,২/১ দিনের মধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এই ১০টি ইউপির আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরা হচ্ছে- রশুনীয়ায় মো. ইকবাল হোসেন, ইছাপুরায় আব্দুল মতিন হাওলাদার, বাসাইলে মো. সাইফুল ইসলাম, লতুব্দি এস এম সোহরাব হোসেন, বালুচরে আবু বক্কর সিদ্দিক, বয়রাগাদীতে আলাউদ্দিন গাজি, মালখানগরে সানজিদা আক্তার জোৎস্না, মধ্যপাড়ায় আব্দুল করিম, জৈনসারে রফিকুল ইসলাম দুদু ও কোলা ইউপিতে মীর লিয়াকত আলী। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেয়াইন, রাজানগর, চিত্রকোট ও শেখর নগর ইউপি তফছিল ঘোষনা না হওয়ায় উপজেলাটির বাকী চার ইউপিতে এখনও কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
এদিকে বিএনপির উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ জানিয়েছেন, বিএনপি ১ টি ইউনয়নের সম্ভাব্য প্রার্থী অসুস্থ থাকায় স্থগিত রেখে ৯ টি ইউনিয়নের প্রাথী চুড়ান্ত করেছে। ৮টি ইউনিয়নে বিএনপির চুড়ান্ত প্রার্থীরা হচ্ছে- বাসাইল মো. কবির হোসেন, রশুনিয়া আব্দুল খালেক শিকদার, বালুরচরে আমিন উদ্দিন চৌধুরী, বয়রাগাদী মাহমুদুর রহমান কুট্রি, মধ্যডাড়া আজিম আল রাজি, মালখানগর আজিুজুল হক খান, জৈনসার শেখ নাজিম উদ্দিন, ইছাপুরা কাজী কামরুজ্জামান লীপু ও কোলায় আবু তাহের।
তবে কেয়াইন, রাজানগর, চিত্রকোট ও শেখর নগর ইউপি তফছিল ঘোষনা না হওয়ায় এ ৪টি ইউপিতে এখনও কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
এ নির্বাচনকে ঘিরে বিএনপির মধ্যে ভীতি কাজ করছে নির্বাচন কি আদৌ সুষ্ঠ হবে কি না। নেতৃবৃন্দ জানান, সুষ্ঠ নির্বাচনের জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব। নির্বাচন সুষ্ঠ হলে জয় হবে নিশ্চিত।
এদিকে বিএনপি ও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত অনেকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করবেন।
নির্বাচন সুষ্ট হলে ত্রিমুখী লড়াইয়ে নির্বাচন জমে উঠবে বলে সুধীজন জানান। যদি এ নির্বাচন অসুষ্ঠ হয় তাহলে আওয়ামীলীগের জনপ্রিয়তা ব্যাপক নষ্ট হবে বলেও জানান।
ক্রাইম ভিশন
Leave a Reply