ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতি: পৃথক ৪টি মামলা দায়ের

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ধামরাই বাজার শাখায় শুক্রবার ভোরে ডাকাতির চেষ্টার ঘটনায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত ও আটক পাঁচ জনের বিরুদ্ধে ধামরাই থানায় পৃথক চারটি মামলা দায়ের করেছে র‌্যাব-৪। ভাড়াটিয়াদের পরিচয় না রাখায় এ ঘটনায় ওই ভবনের মালিক হাজী রিয়াজ উদ্দিনের ছেলে রেজাউল করিম আটক হয়। পরে তাকে এক জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়া হয়।

শুক্রবার গভীর রাতে র‌্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার বকতিয়ার বাদী হয়ে আটক হওয়া ৫ ডাকাত সদস্যের নাম উল্লেখ করে অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যু আইনে পৃথক চারটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন এস.আই. নিজাম উদ্দিন। শনিবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।

মামলার আসামীরা হলো- লক্ষীপুর জেলার সদর থানার মহাদেবপুর গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে সবুজ (৬২), চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে বাদশা মিয়া (৩৫), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ লসকারপুর এলাকার মৃত আফজাল শেখের ছেলে রিয়াজুল ইসলাম (৩৩), ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার মেহেদী হাসানের স্ত্রী শিলা (২৮) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার লিটন মিয়ার স্ত্রী রুমানা (২৫)।

নিহত ডাকাত সদস্য মাসুদ ওরফে মাসুকের স্ত্রী নাছিমা বেগম খবর পেয়ে শুক্রবার ধামরাই থানায় আসে। সে জানায়, তার স্বামী সিলেট কোতয়ালী থানার শেখ ঘাট (দুর্বার- ৫৮) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে এবং তাদের ২টি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে রাজধানী ঢাকার বংশাল থানার ৩নং মালিটোলা লেনের বাবুলের বাসার ভাড়াটিয়া। তার স্বামীর ধোলাইখালে পার্টসের গ্যারেজ আছে। তিনদিন আগে মোটরপার্টস কেনার জন্য চট্টগ্রামে যাওয়ার কথা বলে তার স্বামী বাসা থেকে বের হয়।

গ্রেফতারকৃত শিলা জানায়, তাকে অনেক টাকা দেবে বলে মাসুক পাঁচদিন আগে ধামরাই নিয়ে আসে। কুমিল্লার একটি ছেলের সাথে তার বিয়ে হয়েছিল। তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অপর সদস্য রুমানা জানায়, ৭ দিন আগে তাকে এক লাখ টাকা দেয়ার কথা বলে মাসুক এখানে নিয়ে আসে। মাসুকের সাথে তাদের পূর্ব পরিচয় রয়েছে। তার স্বামী লিটন একটি মাদক মামলায় বর্তমানে জেলে রয়েছে। টাকার প্রয়োজনে সে এখানে এসেছিল। তার আগের স্বামীর ঘরে সাকিব নামের ৮ বছরের একটি ছেলে রয়েছে।

সাভার সার্কেল (আশুলিয়া ও ধামরাই থানা) এএসপি নামজুল হাসান বলেন, পুলিশের পক্ষ থেকে ভাড়াটিয়াদের পরিচয় তথ্য ফরম দেয়া হয়েছে। কিন্তু, বাড়ির মালিক এটা অনুসরণ করেননি। এছাড়া, ব্যাংকের ম্যানেজারেরও উচিত ছিল ভাড়াটিয়াদের পরিচয় সংরক্ষণ করা। এসব না রেখে তারা অপরাধ করেছে।

এদিকে, এ ঘটনার পর প্রত্যেক ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র অনুসারে ঠিকানা সংরক্ষণ করার জন্য এলাকার সকল বাড়ির মালিকদের তিনদিনে সময় বেধে দিয়ে শুক্রবার থানা প্রশাসন ও পৌর মেয়রের পক্ষ থেকে পৌর এলাকায় মাইকিং করা হয়।

জনকন্ঠ

Leave a Reply