কাচারীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

মো. হোসনে হাসানুল কবির: জেলা শহরের প্রাণকেন্দ্রে সোনালী ব্যাংক সংলগ্ন গলিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বেরী (৪২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রবিবার রাত ৭টার সময় সিমেন্টবাহি ট্রাক দ্রুতগতিতে এসে পথচারী মহিলাকে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। ঘটনার পর চালক গাড়িটি রাস্তার উপর ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়।

নিহত বৃদ্ধা সর্দার পাড়া গ্রামের আকবরের স্ত্রী বেরী বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অপরদিকে ঘাতক ট্রাক ঢাকা মেট্রো- উ-১৪-১৪৯২ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী ব্রেকিংনিউজকে জানান, ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ব্রেকিংনিউজ

Leave a Reply