ইউপি নির্বাচনের সামনে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে শনিবার বিকালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর চাচাতো ভাই গোলাম মোস্তফা আওয়ামীলীগে যোগদান করেছেন।
বিকাল ৪ টার দিকে ১০ সহরাধিক কর্মী সহকারে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ যোগদান করেন তিনি। এ সময় তিনি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাজ্বী মো: মহিউদ্দিনের হাতে নৌকা প্রতীক তুলে দেন।
এ সময় জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দরা গোলাম মোস্তফাকে অভিন্দন জানায়। যোগদান অনুষ্ঠানে সদ্য যোগদানকারী নেতা গোলাম মোস্তফার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থাকেন। এরমধ্যে রয়েছেন তার ভাই বিএনপি নেতা গোলাম মোহাম্মদ, গোলাম মাওলা, গোলাম হোসেন, গোলাম ফারুক, গোলাম কিবরিয়া, গোলাম রহমানসহ পঞ্চসার ইউনিয়নের প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটেছিল।
বিডিলাইভ
=================
হাজারও সমর্থক নিয়ে আ. লীগে যোগ দিলেন বিএনপি নেতার ভাই
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের চাচাতো ভাই শিল্পপতি হাজী মো. গোলাম মোস্তফা।
শনিবার বিকেলে দুইশতাধিক মোটরসাইকেলের বহর ও কয়েক হাজার কর্মীসমর্থক সহকারে পায়ে হেঁটে জেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হন তিনি।
পরে পরিষদের সভাকক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের হাতে নৌকার স্বারক তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন গোলাম মোস্তফা।
এ সময় জেলা পরিষদসহ আশের পাশের সড়কে তার কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, গোলাম মোস্তফার ভাই গোলাম মাওলা, গোলাম হোসেন, গোলাম ফারুক, গোলাম কিবরিয়া ও গোলাম রহমান।
পরে যোগদান অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আজ থেকে গোলাম মোস্তফার মাধ্যমে পঞ্চসারকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করা হবে। নির্বাচনে মোস্তফাকে পঞ্চসার ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রতীক দেয়া হলো।
গোলাম মোস্তফা তার প্রতিক্রিয়ায় বলেন, পঞ্চসার শুধু নৌকার দুর্গ নয়, মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে পঞ্চসারের ঘরে ঘরে আওয়ামী লীগের আলোর বাতি জ্বালিয়ে দেয়া হবে।
পুর্ব পশ্চিম
Leave a Reply