অপহৃত স্কুল ছাত্রী ১৩ দিন পর উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া গ্রাম থেকে অপহরণের শিকার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ১৩ দিন গতকাল শনিবার দিবাগত রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের দায়ে অভিযুক্ত একই গ্রামের দুই সন্তানের জনক শাহীন শরিফকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, গজারিয়া গ্রামের আ:কাদিরের ছেলে শাহীন শরীফ ১৫ ফেব্রুয়ারী স্থানীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আক্তারকে(১৪)অপহরণ করে। এ বিষয়ে ছাত্রীর মা সুমি আক্তার গজারিয়া থানায় মামলা দায়ের করেন, মামলার তদনকর্মকর্তা এসআই এবিএমএস দোহা শনিবার রাতে দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে শাহীন শরীফকে গ্রেপ্তার ও ভিকটিম সাদিয়াকে উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেদায়াত-উল- ইসলাম ভুঞা জানান, মূল আসামী শাহীনকে আটকের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply