লৌহজং উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী। রোববার কনকসার বাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান।
নিহত শেখ করিম (২৫) উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য এবং উপজেলার বৌলতলীর মাইজগাঁও গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।
আহত রাকিব খানকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম শাওন জানান, বিকালে কনকসার বাজার ব্রিজের কাছে রাস্তা দিয়ে মোটরসাইকেলে মাওয়ার দিকে যাচ্ছিলেন করিম ও রাকিব। মোটরসাইকে চালাচ্ছিল রাকিব।
“এ সময় একটি ট্রাককে পাশ কেটে যাওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলসহ দুজন ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন।
“ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক শেখ করিমকে মৃত ঘোষণা করেন।”
লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন অনেক পরে। তাই ট্রাকটি আটকানো সম্ভব হয়নি।
বিডিনিউজ
Leave a Reply