সাত ঘন্টা পর পিরোজপুর থেকে আটক
আরিফ হোসেন: শ্রীনগরে হ্যান্ডকাফ সহ এক ধর্ষণ মামলার আসামী শনিবার সকাল সাতটার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসারত অবস্থায় র্ধষণ মামলার আসামী মুহিত (২৫) পালিয়ে যাওয়ার সাত ঘন্টা পর পিরোজপুর থেকে গ্রেপ্তার হয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই সোমনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় মাশুরগাও ফেরিঘাট এলাকার নার্সারী মালিক হোসেন বেপারীর ছেলে মুহিত ওই এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশ-পাশের লোকজন এসে মুহিতকে গন ধোলাই দেয়। পরে পুলিশ এসে মুহিতকে আটক করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। শুক্রবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
গতকাল শনিবার সকাল সাতটার দিকে আসামী মুহিত বাথরুমের ভেল্টিলেটর ভেঙ্গে হ্যান্ডকাফ সহ পালিয়ে যায়। এসময় শ্রীনগর থানার কনষ্টেবল আ: বারেক ও আ: রউফ আসামীকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করছিল। আসামী পালিয়ে যাওয়ার পর পরই থানায় তোলপাড় শুরু হয়। ওসি সহ সকলেই আসামী গ্রেপ্তারের ব্যাপারে তৎপর হয়ে উঠে। দুপুর দুইটার দিকে মুহিতের গ্রামের বাড়ী পিরোজপুরের পুলিশের সহায়তায় স্বরুপকাঠীর জগন্নাথ কাঠি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৯/৩/২০১৬
Leave a Reply