লৌহজংয়ের স্কুলছাত্রকে কদমতলীতে জবাই করে হত্যা

রাজধানীর কদমতলীতে ধনিয়ার পাটেরবাগের গোয়ালবাড়ি এলাকার একটি বাসায় মোঃ স্বাধীন (১৮) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে পুলিশ ওই বাড়ির সামনের বারান্দা থেকে তার রক্তমাখা লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

এ সময় পুলিশ লাশের পাশ থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। নিহতের বাবার নাম মোঃ সোহেল মিয়া। তার মায়ের নাম নিরা বেগম। তারা কদমতলী থানাধীন পাটেরবাগের গোয়ালবাড়ির এলাকার ৭৯৮/২-নম্বর ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায়। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল আনোয়ার জানান, সকাল সাড়ে ১০টার দিকে একজন স্কুলছাত্রকে তার বাবা-মা জবাই করে হত্যা করেছে। এলাকাবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ওই বাড়ির বারান্দা থেকে স্বাধীনের গলাকাটা রক্তাক্ত উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়, বাবা-মা নয়, অন্য কেউ স্বাধীনকে হত্যা করেছে। খবর পেয়ে উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, স্বাধীন মা-বাবার সঙ্গে থাকেন। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তিনি জানান, সকালে দক্ষিণ দনিয়ার গোয়ালবাড়িতে নিজের বাড়িতে স্বাধীন খুন হবার সময় তার মা বাসায় ছিলেন না। তার মা ওই এলাকায়ই তার বাবার বাসায় গিয়েছিলেন। তার বাবা সোহেল মিয়াও ছিলেন বাইরে। ওসি জানায়, নিচতলা বাসার দরজার বাইরে ফটকের মধ্যেই স্বাধীনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। স্বাধীনের বাসার কোন কিছু খোঁয়া যায়নি। ওসি কাজী ওয়াজেদ আলী জানান, কোন কিছু নিয়ে বিরোধের জের ধরে ওই তরুণের বন্ধুরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। স্বাধীনের বড় ভাই বিদেশে থাকেন। তার বাবা একটি ফিলিং স্টেশনে চাকরি করেন। পরে স্বাধীনের লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply