সিরাজদিখানে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কেবি ডিগ্রি মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা।

বুধবার সকাল ১০টায় ইছাপুরা-মুন্সীগঞ্জ সড়কে কেবি ডিগ্রি মহাবিদ্যালয়ের মূল ফটকের সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বক্তারা বলেন,শুধু তনু নয়, সারাদেশে অতিমাত্রায় বেড়ে গেছে হত্যা আর ধর্ষণ। এসব নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি সরকার করতে না পারে, তাহলে দেশের বিচার ও আইনব্যবস্থা থেকে আস্থা হারিয়ে ফেলবে দেশের মানুষ।

সরকারের উচিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তাহলে হয়তো অপরাধের মাত্র কমবে।

ঢাকাটাইমস

Leave a Reply