ভূয়া মেজর: টঙ্গীবাড়ির মোহাম্মদ শিবালয়ে গ্রেফতার

ভূয়া র‌্যাবের মেজর ও কর্ণেল পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে মো.তানভীর আহম্মেদ ওরফে মোহাম্মদ হোসেন(৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এসময় তার কাছ তেকে ১৬টি মোবাইল সেট, ২২ মোবাইল সিম, একটি ওয়ার্লেস সেট, পুলিশ লেখা টর্চ লাইট, সেনাবাহিনীর ব্যাগ ও আইনের ৫টি বই উদ্ধার করে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে চাকুরি দেওয়া নামে বিভিন্ন মানুষজনের কাছ থেকে টাকা আদায় ও বিদেশে লোক পাঠানোর টাকা উদ্ধারের নামে এক নারীর কাছ থেকে এক লাখ পচানব্বই হাজার টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে। শনিবার রাতে মানিকগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের একটি টিম তাকে শিবালয় উপজেলার উথলী এলাকার একটি ব্ড়াী থেকে গ্রেফতার করে।

রোববার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম প্রেস বিফিং করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি সে নিজেকে বিভিন্ন সময় ব্যাবের মেজর ও কর্ণেল পরিচয় প্রদান করে দেড় বছর ধরে মানিকগঞ্জে অবস্থান করে বিভিন্ন মানুষজনের সাথে প্রতারনা করেছেন।।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,সদর থানার ওসি আমিনুর রহমান সহ অন্যন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে জানানো হয়, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বানারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন নিজেকে র‌্যাবের মেজর কখনো কর্ণেল পরিচয় দিয়ে মানিকগঞ্জে বিভিন্ন স্থানে প্রতারনা করে অর্থ আত্বসাৎ করে আসছিল।

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের শাহানাজ পারভীন তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সরোয়ার নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা দেয়। মোহাম্মদ হোসেন নিজেকে র‌্যাবের মেজর ও কর্ণেল পরিচয় দিয়ে তার নাম তানভীর আহম্মেদ বলেন।

সরোয়ারের কাছ থেকে টাকা উঠানো চুক্তি নিয়ে সে ওই নারীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২ দফায় ১ লাখ পচানব্বই হাজার টাকা নেন। কিন্তু সারোয়ারের কাছ থেকে টাকা উদ্ধার না হওয়াতে শাহানাজ পারভীন বিষয়টি পুলিশে জানান। শনিবার রাতে সদর থানা পুলিশ শিবালয় উপজেলার উথলি গ্রামের ফরিদ উদ্দিনের বাড়ি থেকে ওই র‌্যাবের ভুয়া মেজর ও কর্নেল পরিচয়দানকারী মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়।

স্বাধীনবাংলা

Comments are closed.