সিরাজদিখানে ৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মোঃ রুবেল ইসলাম: মুন্সীগেঞ্জের সিরাজদিখান উপজেলায় ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আমিনুল শেখকে (৩৫) ৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কাবুল শেখের ছেলে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশে তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার পশ্চিমপাড়া গ্রামের এক হিন্দু মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা বাদি হয়ে সিরাজদিখান থানায় ৪ বছর আগে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং- ১৯/০৪/২০১২ খ্রি.। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০৩ এর ৯ (১) ধারা।

এএস আই আনোয়ার হোসেন জানান, ৪ বছর আগে হিন্দু মেয়েটির সাথে প্রতারণা করে কোন কাগজ পত্র ছাড়াই গোপনে মুসলমান বানিয়ে বিয়ের ফাঁদে ফেলে ধর্ষণ করে। এরপর তাকে মেনে না নিলে এলাকার অনেককে ঘটনাটি জানায় মেয়েটি। কোন ব্যবস্থা না পেয়ে থানায় এসে মামলা করে। এরপর থেকে ধর্ষক আমিনুল পালিয়ে বিদেশে চলে যায়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

Comments are closed.