আজ মুন্সীগঞ্জ পৌরসভার দোকানপাট বন্ধ ঘোষণা

মোজাম্মেল হোসেন সজল: আন্দোলন, মামলায় যাচ্ছেন মুন্সীগঞ্জ পৌরসভার ব্যবসায়ীরা। পৌরসভা কর্তৃক দোকান ভাড়া কয়েকশ গুন বৃদ্ধি করায় ব্যবসায়ীরা এ আন্দোলনের ডাক দিচ্ছেন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার তিনটি মার্কেটের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

পৌরসভা কর্তৃক দোকান ভাড়া পুন:নির্ধারণ করার জন্য আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ পৌর মার্কেট, সুপার মার্কেট ও শিশুপার্ক মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আজ মঙ্গলবার সকাল ১০ টায় পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সঙ্গে সাক্ষাত করবেন বলে মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব হাসনাত মুজিব সোমবার রাতে জরুরী বিশেষ বিজ্ঞপ্তি জারি করে দোকানে দোকানে চিঠি বিলি করেন।

শহরের ব্যবসায়ীরা জানান, যে দোকানে আসে পৌরসভা জমিদারি ভাড়া ৬০০টাকা নিতো, সেখানে এবার ৯ হাজার টাকা ও ৯শ’ টাকার স্থলে ১১হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছে পৌরসভা। অথচ অনেক দোকান মালিক দোকান ভাড়াটিয়ার কাছে দোকান ভাড়া দিয়েছেন ২-৩ হাজার টাকা। বাসা-বাড়িতে লাগামহীনভাবে ট্যাক্স ভাড়ানো হয়েছে।

নিউজ৬৯

Leave a Reply