ধলেশ্বরী নদী থেকে ৮’শ কেজি জাটকা আটক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৮’শ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড। বুধবার সকালে ধলেশ্বরী, মেঘনা সহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪টি লঞ্চ থেকে এই জাটকাগুলো আটক করেন তারা।

এই চালান আটকের তত্ত্বাবধানকারী কোস্টগার্ডের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, ১টি বড় ড্রাম ও ১৩টি টি ঝুড়িতে ভর্তি করে এই জাটকাগুলো বাজার জাত করার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যমতে এই জাটকাগুলো দক্ষিনাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছিল। তিনি আরও জানান, জাটকাগুলোর মালিক খুঁজে না পাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। পরে জব্দকৃত জাটকাগুলি এতিমখানা, মসজিদ ও দরিদ্রলোকদের মাঝে বিতরণ করা হয়।

জনকন্ঠ

Leave a Reply