ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সমাবেশ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাজারে এ সমাবেশ হয়।

ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে অংশ নেয় ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম, গজারিয়া উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুব আলম শাহিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম শামীম, উপজেলা যুবলীগ সদস্য মো. নাসির উদ্দিন, উপজেলা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়র সাইদ মো. লিটন, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ-সভাপতি হাজী মাহবুব আলম শিপলু সহ এলাকার হাজার হাজার সাধারণ জনগণ। পরে ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীর কুশপুত্তলিকা দাহ্য করা হয়।

ইত্তেফাক

Leave a Reply