বিদ্রোহী ও বিএনপি প্রার্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে জেলার লৌহজংয়ের ৫ ইউপিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।
এর আগে অপর ৫টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাভোটে জয়লাভ করেন।
শনিবার রাত সোয়া ১০ টায় লৌহজং উপজেলার রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, কলমা ইউনিয়নে আব্দুল মোতালেব শেখ, ক্ষিদিরপাড়ায় আনোয়ার বেপারী, হলদিয়ায় মোজাম্মেল হক দ্বিতীয় মেয়াদে, কনকসারে আবুল কালাম আজাদ দ্বিতীয় মেয়াদে ও বেগাঁওয়ে আমির হোসেন তালুকদার বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার সিলমারা, কেন্দ্র দখল, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানকে গ্রেফতার ও ভোট বর্জনের মধ্য দিয়ে উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার অপর ৫টিতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেন।
চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি ৫টি হলো, মেদেনীমন্ডল, কুমারভোগ, লৌহজং-তেউটিয়া বোলতলী ও গাঁওদিয়া। সব মিলিয়ে লৌহজংয়ের ১০টি ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন।
পূর্ব পশ্চিম
Leave a Reply