শেখ মো. রতন: নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা রিপন ঢালী (৩৫) নামে এক প্রতিবন্ধিকে বেধরক লাঠিপেটা করেন। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আউটশাহী ইউনিয়ন আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সেকান্দার বেপারীর (নৌকা প্রতিক) সমর্থক জাহাঙ্গীর মোল্লা (৩৫), আবু বক্কর (৫২) ও কবির খাঁ (৩৮) সহ কমপক্ষে ৫/৭ জন আউটশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক লিটন ঢালীর (আনারস প্রতিক) ছোট ভাই মানষিক প্রতিবন্ধি মোঃ রিপন ঢালীকে বেধরক লাঠিপেটা করে গুরুতর আহত করেন।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আউটশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক লিটন ঢালীর ছোট ভাই প্রতিবন্ধির রিপন ঢালী ওপর হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।
উলেখ্য, আগামী ৭ মে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চতুর্থ দফায় ইউপি নির্বাচন।
টাইমটাচনিউজ
Leave a Reply