মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যায়ের ১১টি কম্পিউটার চুরি হয়েছে। রবিবার ভোর রাতে ২ জনের একটি চোরের দল এ কম্পিউটার চুরি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, রবিবার ভোর রাত চার টার দিকে দুই জনের একটি চোর দল গাছ বেয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এ সময় নাইট গাট সেকান্দার আলী তাদের দেখে ফেললে সেকান্দাররকে বেদম মারধর করে তাকে বেধে রেখে বিদ্যালয়ে দক্ষিন পাশের ভবনের দ্বোতায় কম্পিউটার রুমের তালা ভেঙে ডাকাত দল ৫টি সিপিইউ, ৬টি মনিটর ও ৬টি কম্পিউটারের হার্ডড্রিস্ক ও র্যাম্পসহ অন্যন্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। চোরের আঘাতে নাইটগার্ট সেকান্দার আলী গুরুতর আহত হলে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি চুরির মামলা হয়েছে। লৌহজং থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, চোর ধরার চেষ্টা করা হচ্ছে।
জনকন্ঠ
Leave a Reply