ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের আওতাধীন দ্বিতীয় কাচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৪ মে) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতু এলাকা পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানান।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, এ তিন সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমে এতদিন কিছু প্রকাশ করা হয়নি। বর্তমানে সেতু তিনটির কাজ অনেকদূর এগিয়ে গেছে।
ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের নভেম্বরে সেতু ৩টি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সেতু তিনটির কাজ। চলতি বছরের আগস্টে টেস্ট ও সেপ্টেম্বরে মূল পাইল স্থাপনের কাজ শুরু করা হবে।
মন্ত্রী আরো জানান, সেতু তিনটিতে সর্বাধুনিক প্রযুক্তি নেরো বক্স স্টিল গার্ডার ব্যবহার করা হচ্ছে, যার ফলে সেতুতে কিছুদূর পর পর এক্সপানটেশন থাকবে না। এছাড়া ২০১৮ সালে পুরাতন সেতু তিনটি পুনর্বাসন কাজ শুরু করা হবে। যা ২০২১ সাল নাগাত শেষ হবে। নির্মাণ কাজ দ্রুত গতিতেই চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply