মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টার ইউনিয়নের হোসেন্দী গ্রামে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাই (ফুটবল) ও মো. তোতার (মোরগ) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় আব্দুল হাইয়ের বাড়িঘর ভাঙচুর করা হয়।
সংঘর্ষে আব্দুল হাই, তার ভাবী আজমিরী বেগম (৪০), রেজিয়া বেগম (৩৮) ও আরো একজন আহত হন। এতে গুলিবিদ্ধ হন তোতার সমর্থক শহীদুজ্জামান (৩৪)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply