টঙ্গীবাড়ীতে মুরগী কেনা নিয়ে সংঘর্ষে আহত ১০

টঙ্গীবাড়ী উপজেলার চাষিরী জামে মসজিদে মুরগী ক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার দিন মসজিদে মানিত একটি মুরগীকে ৪০০ টাকায় ক্রয় করেন চাষিরী গ্রামের খলিল ভিস্ত্রি। পরে ওই মুরগীটির দাম একই গ্রামের কাশেম ৫০০ টাকায় ক্রয় করতে চাইলে কাশেম ও খলিল ভিস্ত্রির মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে কাশেম মিয়ার লোকজন খলিল ভিস্ত্রির বাড়িতে হামলা চালিয়ে ওই বাড়ির দরজা জানাল ভাংচুর ও ইটপাটকেল ছুড়লে উভয় গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়।

এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। টঙ্গীবাড়ী থানা এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে । তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply