দেশজুড়ে জঙ্গীহামলা, গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য অরাজকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার বিকেল ৫টায় মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মিনার চত্ত্বর থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির ভাষণ দেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার সাবেক সাংসদ জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। জেলা যুবলীগ সভাপতি আকতারুজ্জামান রাজীবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ-জামান, পৌর মেয়র মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সামসুল কবীর মাস্টার, জেলা শ্রমিক লীগ সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ।
বক্তারা জঙ্গী হামলায় নিরহ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে জঙ্গীদের উৎখাত করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং যার যার স্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধের গড়ে তোলার অঙ্গীকার করেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনকন্ঠ
Leave a Reply