রাজানগরে প্রবাসীর স্ত্রীর রহস্য জনক মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিতা বেগম (২১) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতারের মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতের এ ঘটনার পর থেকেই ওই বাড়িতে থাকা শ্বশুড়, জাসহ লোকজন পলাতক রয়েছে। নিহত মিতা বেগম সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের বাঐখোলা গ্রামের সৌদি প্রবাসী মোজ্জাম্মেল হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের নয়ানগর গ্রামের মোল্লাবাড়ির কৃষক রহিম মোল্লার মেয়ে।

নিহতের পিতা রহিম মোল্লা অভিযোগ করে বলেন, আড়াই বছর আগে বাঐখোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে সৌদি প্রবাসী মোজ্জাম্মেল হোসেনের সাথে বিয়ে হয়। এই আড়াই বছরে দুইবার জামাই মোজ্জাম্মেল দেশে আসলেও তাদের কোন সন্তান নেওয়া হয় নাই। তিনি জানান, সপ্তাহ খানেক আগে মেয়ের শাশুড়ি মারা গেছে। ঠিক এক সপ্তাহের মধ্যে আমার মেয়ে ফাসি দিলো এর কোন কারণ বুঝতেছি না। মেয়ে ফাসি দেওয়ার পরে শশুড় আব্দুল হামিদ ও বড় জা মফিজা বেগম বাড়ি থেকে পালিয়ে যায় এর রহস্য বুঝলাম না। আমার মেয়ে কেন ফাসি দিলো? নিহতের ছোট ভাই সাগর বলেন, আমি রাজানগর বাজারের কাপড়ের দোকানে কাজ করি। সোমবার রাত পৌনে নয়টায় ঘটনা শুনে বাবাসহ বাড়ির লোকজনদের নিয়ে বোনের বাড়ি এলে বোনের লাশ ঘরে সিলিং ফ্যানের সাথে গামছা ও ওড়না প্যাচিয়ে ঝুলে থাকতে দেখি। কিন্তু এ সময় বাড়ির কোন লোকজন বাড়িতে ছিল না। আমার বোন কেন আত্মহত্যা করলো, না ওকে মেরে ফেলা হয়েছে কিছুই বলতে পারছি না।

এসআই বাহালুল খান বাহার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রির্পোট আসলে হত্যা না আত্মহত্যা বলা যাবে। সিরাজদিখান থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান বলেন,পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জনকন্ঠ

Leave a Reply