বন্দুকযুদ্ধে ইউপি সদস্য ও তার ভাই নিহত হওয়ায় ৯ জন আটক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ইউপি সদস্য গোলাপ সরকার (৪০) ও তার ভাই আইয়ুব সরকার (৩৫) নিহত হওয়ার ঘটনায় পুলিশ পৃথক স্থান থেকে ৯ জনকে আটক করেছে।

এদিকে, শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন গজারিয়া থানা পুলিশকে।

গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, গজারিয়ার চরবলাকী গ্রাম থেকে ৬ জন ও সদরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে চরবলাকী গ্রামে হোসেন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

এ সময় হোসেন্দী ইউপির নব-নির্বাচিত সদস্য গোলাপ সরকার ও তার ভাই আইয়ুব আলী নিহত হয়। এছাড়া বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply