মুন্সীগঞ্জে সপ্তাহব্যাপী ফল ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে উদ্বোধনীতে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ড. শহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হুমায়ুন কবির, বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মোহাম্মদ নিশাদ, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। মেলায় নানা ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ এবং হরেক রকমের দেশজ ফলের পসরা বসেছে ২২টি স্টলে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ আয়োজিত মেলায় বৃক্ষপ্রেমী মানুষের ভির পরেছে।
জনকন্ঠ
Leave a Reply