একটি অস্ত্র রাখার দায়ে ১০ বছরের কারাদণ্ড

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম শাহাবুদ্দিন খান (৩০)। তিনি লৌহজং উপজেলার পূর্ব কাজিরপাগলা গ্রামের বাসিন্দা।

২০১৫ সালের ৪ জানুয়ারি একটি বিদেশি রিভলবারসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময়ই অস্ত্র আইনে মামলা হয় তাঁর বিরুদ্ধে। আজ সেই মামলার রায় ঘোষণা করা হলো।

এনটিভি

Leave a Reply