গজারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান-বলাকিচর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনুচ মিয়া (৫০) নামে আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে তিনি মারা যান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঁঞা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনুচ মিয়া। সংঘর্ষের ঘটনায় ‍এ পর্যন্ত তিনজনের মৃত্যু হলো।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

১৪ জুলাই দু’গ্রুপের সংঘর্ষে হোসেন্দী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. গোলাপ সরকার (৫০) ও তার ছোট ভাই আইয়ূব আলী সরকার নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুলিবিদ্ধসহ আহত হন ১৫ জন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply