টঙ্গীবাড়ীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধে শিশু হত্যা চেষ্টা হয়েছে। ৩ বছরের শিশু আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করেছে আপন চাচা ও চাচি। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কান্দিরপাড়াস্থ সৌদি প্রবাসী সোলেমান ছৈয়ালের সহিত আপন ভাই হানিফ ছৈয়ালের বসত বাড়ীর বিল্ডিং এর দুটি কক্ষ নিয়ে বিরোধ ছিল।
সকালে ৯টার দিকে পরিকল্পিত ভাবে হানিফ ছৈয়াল তার স্ত্রী জাকিয়া বেগম ও ভাবি তামান্না বেগম সোলেমান ছৈয়ালের একমাত্র পুত্র আব্দুল্লাহকে গলাটিপে হত্যা করার চেষ্টার সময় স্ত্রী লিপি বেগম ঘটনা দেখে চিৎকার দিলে তাকে ও তারা শারীরিক আঘাত করে চলে যায়। পরে গলায় ও বুকে আঘাত প্রাপ্ত শিশু আব্দুল্লাহ ও তার মাকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় শরীফ মেম্বার জানান, তাদের দুই ভাই এর মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে, সোলেমানের পুত্র আব্দুল্লাহকে হানিফ গলায় আঘাত করেছে। তবে হানিফ চৈয়াল অভিযোগ অস্বীকার করেছেন। টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জনকন্ঠ
Leave a Reply