মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্কুলছাত্র আরাফাত হোসেনের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার মুক্তারপুর বাঘবাড়ী গ্রামের নাসির উদ্দিনের ছেলে আরাফাত হোসেন। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নৌ-ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হয় আরাফাত।
এরপর শনিবার সন্ধ্যায় লতব্দী ইউনিয়নের দোসরপাড়া এলাকায় ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। পরিবারের সদস্যরা লাশ উদ্ধারের খবর পেয়ে সিরাজদিখান থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
কালের কন্ঠ
Leave a Reply