নয়াগাঁও এলাকায় অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলা মৎস্য বিভাগ ও র‌্যাবের যৌথ অভিযানে মেসার্স কাদির ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ থেকে ১ কোটি ৯৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় কারখানার ম্যানেজার মো. সোহাগ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, অবৈধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পরে জব্দকৃত জাল মুন্সীগঞ্জ নয়াগাঁওয়ের ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

দ্য রিপোর্ট

Leave a Reply