মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে ড্রিমনাইট নামে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে গিয়ে ফারুক হোসেন (১৮) ও সেলিম মিয়া (২৫) নামে দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আগুনে কারখানাটির মালামাল পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক সোহেল রানা দাবি করেছেন।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুঁইয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলে।
দ্য রিপোর্ট
Leave a Reply