টঙ্গীবাড়ীতে হামলায় একই পরিবারের আহত ৩

টঙ্গীবাড়ী উপজেলার পুড়া গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন জন আহত হয়েছে। উপজেলার পুড়া গ্রামের ইউনুসের কাছে একই গ্রামের মোফাজ্জল শেখ ৩০ হাজার টাকা পেতো। রবিবার দুপুরে মোফাজ্জলের ছেলে জহুর খালাসী ওই টাকা চাইতে ইউনুসের বাড়িতে গেলে ইউনুসের ছেলে মামুন টাকা দিতে অস্বীকার করলে দুই পক্ষের কাটাকাটির এক পর্যায়ে মামুন ও তার বাড়ির লোকজন জহুর খালাসীর উপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। খবর পেয়ে জহুর খালাসীর পিতা মোফজ্জল শেখ ও তার মা জাহানারা বেগম ইউনুসের বাড়িতে আসলে তাদেরও মেরে আহত করে মামুন গংরা।

এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গীবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই মোস্তাফিজুর জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

জনকন্ঠ

Comments are closed.