মুন্সীগঞ্জে মহাসপ্তমী

জেলায় শনিবার ধুমধামের মধ্য দিয়ে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। অশুভ শক্তিকে পরাভূত করে জগতে শান্তি সম্পৃতি প্রতিষ্ঠায় এ পূজার আয়োজন চলছে। সনাতন ধার্মবম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবে মন্ডপে মন্ডপে ছিল মানুষের ঢল। পরিবার পরিজন নিয়ে মন্ডপগুলো ঘুরে বেরাচ্ছেন পূর্ণার্থীরা। ঢোল আর কাশি শব্দে মুখোরিত হচ্ছে পূজোমন্ডপ এলাকা। রং বেরংয়ের আলোর ঝলকানি মন্ডপে ভিন্ন পরিবেশ সৃষ্টি করছে।

মন্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার ছাড়াও মাঠে রয়েছে র‌্যাব। পূজারীরা মনে করছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ দৃঢ় হবে।
জেলায় এবার ২৮৩টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ৯৬টি, শ্রীনগরে ৬৭টি, টঙ্গীবাড়িতে ৪৭, মুন্সীগঞ্জ সদরে ৩৪টি, লৌহজংয়ে ৩০টি ও গজারিয়ায় ৯টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে।

পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানিয়েছেন, পূজোর উৎসবকে সফল করতে নিরাপত্তা বেষ্টনি থাকবে কয়েক ধাপে। মন্ডপগুলোর নিরাপত্তায় সক্রিয় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবকে ঘিরে তাই প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে চলছে উৎসব আমেজ।

বাসস

Comments are closed.