ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে আহত ৬

আরিফ হোসেন: ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। সোমবার সকাল আটটার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকা থেকে মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত মুখী মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়।

আহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ও মাছ ব্যাবসায়ী। তারা মাওয়া ঘাট থেকে মাছ কিনে বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল। আহতরা হলেন সিরাজদিখান উপজেলার কোর্টগাও গ্রামের কাবুল (৪২), বিরাণ (৫০), ডালি (৫৫), নিমতলা গ্রামের উত্তম (৪০), ওবায়েদ (৪৫) এবং শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের বৃন্দাবন (৫৫), আফজাল (৪৫)। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গুরুতর আহত ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়।

ছবিঃ সংগৃহিত

Leave a Reply