শিমুলিয়ায় ২ রেস্টুরেন্টের জরিমানা

লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে জালসহ এক ব্যক্তিকে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শিমুলিয়া ঘাটের দুটি রেস্টুরেন্টে মা ইলিশ মজুদের দায়ে রেস্টেুরেন্ট দুটিকেও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় শুক্রবার রাতে লৌহজং উপজেলার পদ্মায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে ইলিশ ধরার অভিযোগে মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ওসিমুদ্দিন মাদবরকান্দি গ্রামের আব্দুল রব সিকদারের পুত্র। তার কাছ থেকে দুই হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। মা ইলিশ ধরার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া জালগুলো শিমুলিয়া ঘাটের কাছে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে সন্ধ্যা রাতে শিমুলিয়া ঘাটের সোনার বাংলা ও হুমায়ুন রেস্টেুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্ট দুটিতে মজুদ করা মা ইলিশ পাওয়ায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজর টাকা জরিমানা করা হয়।

জনকন্ঠ

Leave a Reply