গজারিয়া অর্থনৈতিক জোন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের যে কয়টি অর্থনৈতিক জোন রয়েছে তার মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় আবদুল মোনায়েম অর্থনৈতিক জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় জোন।

তিনি বলেন, দেশের ১শ’টি অর্থনৈতিক জোনের মধ্যে যে ১০টি জোন অনুমোদন পেয়েছে তার মধ্যে এই অর্থনৈতিক জোনের কাজ দ্রুত শেষ হবে।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় আবদুল মোনায়েম অর্থনৈতিক জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, ইউএনও মাহাবুবা বিলকিস, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা প্রমুখ।

বাসস

Leave a Reply