উত্তর ইসলামপুর এলাকায় প্রবাসীকে এলোপাথারী কুপিয়েছে সন্ত্রাসীরা

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় মনছুর আহম্মেদ (৩০) নামের এক প্রবাসীকে কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার সন্ধ্যার ৭ টার দিকে উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, একই এলাকার শুভ (১২) নামের এক স্কুল ছাত্রকে প্রতিপক্ষ মারধর করেছিল। সেই ছাত্রকে মারধর করার সময় আহত মনছুর বাঁধা প্রদান করেছিল। সেই থেকে মনছুরের সাথে স্থানীয় বিএনপি নেতা গোলজার, মঞ্জিল, ফয়সাল, রাসেলদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আজ মনছুর বাড়ী ফেরার পথে তার উপর অর্তকিত হামলা করে। এ সময় হামলাকারীরা মনছুরকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর যখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আশংকা জনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুচ আলী জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চমক নিউজ

Leave a Reply