শ্রীনগরে ১৫ ক্যান বিয়ারসহ পাকিস্থানী নাগরিক গ্রেপ্তার

আরিফ হোসেন: শ্রীনগরে ক্যান বিয়ারসহ এক পাকিস্থানী নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই পাকিস্থানী নাগরিকের শশুড়বাড়ী উপজেলার ভাগ্যকুল মাদ্রা এলাকার থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিল।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো ঃ সাহিদুর রহমান জানান, ওই পাকিস্থানী নাগরিকের নাম মো ঃ ইয়াকুব (৫৭)। সে পাকিস্থানের করাচি শহরের খারদাব এলাকার ওল্ড সিটির আব্দুল লতিফের ছেলে। মো ঃ ইয়াকুব ২০০০ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছিল। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার পাকিস্থানে যাতায়াত করেছে। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তাঁর ভিসার মেয়াদ শেষ হলে তিনি বাংলাদেশে অবৈধভাবে বসবাস শুরু করেন। এরই মাঝে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামের হাতেম আলী মোড়লের মেয়েকে বিয়ে করেন। মূলত সে ঢাকায় বসবাস করলেও মাঝে মধ্যেই ভাগ্রকুল মান্দ্রা গ্রামে যাতায়াত করতেন। তাঁর চলা ফেরা সন্দেহজনক হওয়ায় দীর্ঘদিন যাবৎ পুলিশ তাঁর গতিবিধির উপর নজর রাখছিল। শনিবার বিকেলে তিনি ওই গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে আসলে পুলিশ হানা দিয়ে ১৫ ক্যান বিয়ার সহ তাঁকে গ্রেপ্তার করে। বিয়ার রাখার অপরাধে তার সহযোগী ওই গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মুক্তার হোসেন (২৫)-কেও গ্রেপ্তার করা হয়।

Leave a Reply