৫০০ কেজি জাটকা জব্দ, ২ জেলের জরিমানা

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে ৫শ’ কেজি জাটকা ইলিশ জব্দ হয়েছে এবং ২ জেলেকে আটক করেছে র‌্যাব। পরে আটক ২ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বালাশুর এলাকা থেকে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

জেলার ভাগ্যকূল ক্যাম্পের র‌্যাব-১১ সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীনগরের পদ্মাপাড় থেকে পিকআপভ্যানে করে ওই জাটকা ইলিশ ঢাকায় নেওয়া হচ্ছিল। পরে বালাশুর এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যরা জাটকা ইলিশসহ তাদের আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ২ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

দ্য রিপোর্ট

Leave a Reply