জেলা পরিষদ নির্বাচনে শ্রীনগরে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত।

আরিফ হোসেন: জেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর থেকে আওয়ামী লীগের প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের প্যাডে ৩ জন পুরুষ সদস্য ও ১ জন নারী সদস্যের নাম উল্লেখ করে তাতে সংগঠনটির সভাপতি ও মুন্সীগঞ্জ ১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন স্বাক্ষর করেছেন।

এতে জেলা পরিষদের ০৪ নং ওয়ার্ড (বাড়ৈখালী, হাসাড়া, বীরতারা, ষোলঘর, শ্রীনগর ইউনিয়ন) এর প্রর্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মাষ্টার, ০৫ নং ওয়ার্ডের ( বাঘরা, ভাগ্যকূল, রাঢ়ীখাল, শ্যামসিদ্ধি ইউনিয়ন) প্রার্থী হয়েছেন ভাগ্যকুল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল, ০৬ নং ওয়ার্ডের ( কোলাপাড়া, পাটাভোগ, কুকুটিয়া, আটপাড়া, তন্তর ইউনিয়ন) প্রার্থী হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ।

নারী সদস্য পদে প্রার্থী হিসাবে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরজাহান এর নাম ঘোষনা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply