হঠাৎ পদ্মা সেতু প্রকল্পে সেতুমন্ত্রী

মঈনউদ্দিন সুমন: পদ্মা সেতু নির্মাণকাজ পরিদর্শনে ঝটিকা সফরে মুন্সীগঞ্জ গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু প্রকল্পের মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে যান সেতুমন্ত্রী।

ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সুকুমার রঞ্জন ঘোষ, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদেরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্ত্রীর সফরের বিষয়ে নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, নতুন বছরের স্প্যান পিলার স্থাপনকাজের অগ্রগতি দেখতে আসেন সেতুমন্ত্রী। পদ্মা সেতুর বিভিন্ন কাজ নিয়েও আলোচনা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মাওয়া প্রান্তে এরই মধ্যে তিনটি স্প্যান এসে পৌঁছেছে। এর মধ্যে একটি পিলারের ওপর স্থাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাকি দুটি সংযোজনের কাজ চলছে। এ ছাড়া আরো একটি স্প্যান চীন থেকে বাংলাদেশের কুতুবদিয়া বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশে পাঠানোর জন্য চীনে তৈরি রয়েছে আরো সাতটি স্প্যান। মোট ৪১টি স্প্যান দিয়ে তৈরি হবে পদ্মা সেতু।

এরই মধ্যে পদ্মা সেতুর সার্বিক নির্মাণকাজ শেষ হয়েছে ৩৯ শতাংশ।

এনটিভি

Leave a Reply