সিরাজদিখানে অজ্ঞাত কিশোরের ৫ টুকরা লাশ উদ্ধার

মোঃ রুবেল ইসলাম: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জ সিরাজদিখানের ধলেশ্বরী ২ ব্রিজের নীচে চর কুন্দুলীয়া ও ঢাকা কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে অজ্ঞাত কিশোরের ৫ টুকরা লাশ উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১১ টায় কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে ২ টুকরা ও সিরাজদিখানের চর কুন্দলিয়া থেকে ৩ টুকরা উদ্ধার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।

কেরণীগঞ্জ থানার এস আই আবুল কাউসার জানান, বেলা ১১ টায় খবর পেয়ে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে এক অজ্ঞাতনাম কিশোরের একটি মাথা ও বাম পা উদ্ধার করি। এরপর বেলা ১ টায় ধলেশ্বরী ব্রীজের নিচে চর কুন্দুলিয়া থেকে একটি পায়ের পাতা, হাতের নিচ থেকে কোমড় পর্যন্ত একটি বডি, রানসহ একটি পা মোট ৫ টুকরা উদ্ধার করা হয়। তবে ২টি হাত এখনও পাওয়া যায়নি। তিনি আরও জানান গতকাল রাত ৯-১০ টার দিকে তাকে খুন করা হতে পারে। মুখ দেখে ধারণা করা হচ্ছে ১৪-১৫ বছর বয়সের ছেলের বডি এগুলো।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply