সিরাজদিখানে দৃষ্টি প্রতিবন্ধীর জমির মাটি কেটে বিক্রি॥ দখলের পায়তারা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি লিজি সম্পত্তির জাল দলিল করে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরার চন্ডিবতি মৌজার নমকান্দি গ্রামে সরকারি জমির মাটি সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কেটে বিক্রি করছে স্থানীয় এক ইউপি সদস্য।

সরেজমিন ঘুরে জানাগেছে, কংশপুরা গ্রামের বাসিন্দ রমজান আলী শেখের ছেলে দৃষ্টি প্রতিবন্ধি মো. সেলিম ও তার দুই চাচাতো ভাই আলমগীর শেখ ও বাদল শেখ যৌথভাবে লতব্দী ইউনিয়নের চন্ডিবতি মৌজার ১শ ৬৯ শতাংশ জমি লিজ এনে দীর্ঘদিন ধরে চাষবাদ করে আসছেন। এবং প্রতিবছর নিয়মিত খাজনা পরিশোধ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটি। হঠাৎ করে একই গ্রামের প্রভাবশালী খলিল কাঠরিয়ার স্ত্রী পিয়ারা বেগম ৫৯ ,আমজাদ আলীর ছেলে নুর মোহাম্মদ ৩৬ ও হাশেম আলীর ছেলে নুরমোহাম্মদ ২৬ শতাংশ জমির জাল দলিল করে দখলে নেয়ার চেষ্টা করেন।

এতে লিজি মালিক ৩ ভাই ও তারা পরিবারের সদস্যারা বাধা দিলে মারধর ও প্রান নাশের হুমকি দিয়ে আসছে। এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন যোগসাজসে জাল দলিল মালিকরা জমি দখল করে স্থানীয় এক ইউপি সদস্য মো: সেন্টু মিয়ার কাছে জমির মাটি বিক্রি শুরু করে দেন। মাটি কেনার নাম করে এই প্রভাবশালী চক্রটি জমির ৮/১০ ফিট গভীরতা করে ফসলী মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জমিরি লিজি মালিকগন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে অবহিত করলে স্থানীয় প্রশাসন মাটি কাটার কাজ সাময়িক বন্ধ করে দেন।

কিন্তু প্রভাবশালী চক্রটি এখন পুনরায় চালাচ্ছে মাটি কাটার কাজ । এমন অবস্থায় লিজি মালিক দৃষ্টি প্রতিবন্ধি মো, সেলিম ও তার দুই ছেলে দৃষ্টি প্রতিবন্ধী জমি নিয়ে চরম সঙ্কায় দিন যাপন করছেন। লিজি মালিক দৃষ্টি প্রতিবন্ধি মো. সেলিম শেখ বলেন,প্রায় ৪০ বছর যাবত এই সম্পত্তি লিজ এনে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে স্থানীয় কিছু প্রভাবশালীদের সহযোগিতায় পিয়ারা বেগম ও আরো দুই ব্যক্তি মিলে আমাদের লিজি জাল দলিলের মাধ্যমে দখল করে মাটি বিক্রি করে দিচ্ছে। ভূমি অফিসকে বিষয়টি একাধিক বার অবহিত করলেও তারা আইনগত কোন ব্যবস্থা নিচ্ছে না।

পিয়ারা বেগম নামের এক দখলদার জানান, ১৯৯১ সালে ৪০ হাজার টাকার বিনিময়ে সোহরাব চেয়ারম্যানের আতয় আ: মজিদের স্ত্রী মজিতুন্নেসার নামে ৫৬ শতাংশ জমি কিনে দেন চেয়ারম্যান সোহরাব। আমি জমি কেনার আগে বুঝতে পারিনি এটাতে সমস্যা আছে। ৩ লক্ষ টাকার বিনিময়ে সেন্টু মেম্বারের কাছে মাটি বিক্রি করেছি। আমি নোটিশ পেয়ে মাটি কাটা বন্ধের জন্য সেন্টু মেম্বারকে অনুরোধ করেছি। তবে এখন মাটি কাটা হচ্ছে কি না। তা পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারনে খোঁজ নিতে পারিনি।

লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন বলেন, আমি কাউকে এই সম্পত্তি কিনে দেইনি।এই সম্পত্তিটি একের পর এক হাত বদল হয়েছে । এটা লিজের জমি/সরকারী জমি সেটা আমি কাগজপত্র না দেখে কিছু বলতে পারবোনা। ক’দিন আগে প্রশাসনের লোক এসে মাটি কাটা বন্ধ করে দিয়েছিল।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর মোহাম্মদ আজিম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রাইম ভিশন

Leave a Reply