প্রাথমিকের শীর্ষে মুন্সীগঞ্জ; ইবতেদায়ীতে লালমনিরহাট

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার বিবেচনায় যথাক্রমে শীর্ষে রয়েছে বরিশাল ও রাজশাহী বিভাগ। আর জেলাভিত্তিক প্রথম স্থান পেয়েছে যথাক্রমে মুন্সীগঞ্জ ও লালমনিরহাট। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বিবেচনায় ৭টি বিভাগের মধ্যে শীর্ষে উঠে এসেছে বরিশাল। এ বিভাগের পাসের হার ৯৯ দশমিক ৯ শতাংশ। আর ৬৪ জেলার মধ্যে প্রথম স্থান দখল করেছে মুন্সীগঞ্জ। এ জেলার পাসের হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। শতভাগ পাস করা উপজেলা সংখ্যা ১৭টি।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বিবেচনায় ৭টি বিভাগের মধ্যে শীর্ষে উঠে এসেছে রাজশাহী। এ বিভাগের পাসের হার ৯৮ দশমিক ০৩ শতাংশ। পাসের হারে জেলার মধ্যে প্রথম স্থান দখল করেছে লালমনিরহাট। এ জেলার পাসের হার ৯৯.৮৮ শতাংশ। শতভাগ পাস করা উপজেলা সংখ্যা ১০৫টি।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলে ৯৮ দশমিক ৫১ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। আর ইবতেদায়ীতে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন।

এবার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৯০ হাজার ২৯৫ জন; ছাত্রী ১৫ লাখ ৪০ হাজার ৪৩৯ জন। এবার মোট পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন। পাস হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৭০ হাজার ২২২ জন; ছাত্রী ১৫ লাখ ১৮ হাজার ২১০ জন।

আর ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫০০ জন। ছাত্র ১ লাখ ৩০ হাজার ৮৭৩ জন; ছাত্রী ১ লাখ ২৬ হাজার ২২৭ জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট পাস করেছে ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। পাস হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ২৫ হাজার ১৬০ জন; ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৫৮ জন।

অথসূচক

Leave a Reply