আরিফ হোসেন: শ্রীনগরে জেএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাশাখোলা গ্রামের ভ্যান চালক আ: বাসেরের মেয়ে আসমা আক্তার পরীক্ষায় ফেল করার খবর শুনে গলায় ফাঁস দেয়। তাকে মুুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। আসমা এবছর মজিদপুর দয়হাটা কেসি ইনষ্টিটিউশন থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। অভাবের সংসারে দরিদ্র পিতার কষ্টার্জিত অর্থে লেখা পড়া করে পাস না করার বিষয়টি আসমা গ্রহন করতে পারেনি। পুুলিশ হাসপাতালে এসে লাশটি তাদের হেফাজতে নিয়েছে।
Leave a Reply