বালুচরে ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে মামা-ভাগিনা নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। এ ছাড়া ওই ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘নোটিশ দেওয়ার পরও তারা সরকারি লাইসেন্স, জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র নেয়নি। এ ছাড়া জিকজাক পদ্ধতি গ্রহণ করেনি। সম্পূর্ণ অবৈধভাবে এই ইটভাটা চলছে। তাই অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। এ সময় ভাটার ব্যবস্থাপক নূর হোসেন, মালিকের দুই ছেলে জুয়েল ও মেহেদীকে আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইটভাটার মালিক আমির হোসেনকে পাওয়া যায়নি।’

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা, সিনিয়র কেমিস্ট মিয়া মাহমুদুল হক, পরিদর্শক সজীব কুমার ঘোষ প্রমুখ।

এনটিভি

Leave a Reply