শ্রীনগরে ডাকাত সন্দেহে গভীর রাতে ১২ যুবক আটক

আরিফ হোসেন: শ্রীনগরে গভীর রাতে ডাকাত সন্দেহে ১২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার হারিয়া মন্সীয়া বিল থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, সম্প্রতি ওই এলাকায় চুরি-ডাতির বৃদ্ধি পাওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে রাত জেগে পাহারার দিয়ে আসছিলেন। বিলে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এলাকার লোকজন একত্রিত হয়ে লাঠি সোটা নিয়ে ধাওয়া করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার ঝুলদি গ্রামের সোহেল মোল্লা, লিটন মোল্লা, মুরাদ ভুইয়া, শাহিন মোল্লা, শাওন হাওলাদার, মামুন শেখ, তন্তর ইউনিয়নের মাসুম,নুরুল আলম, ওমর আলী, আটপাড়া ইউনিয়নের সোহেল শেখ, শামীম, রুবেল। তাদের আটক করার পর থেকেই একটি দালাল চক্র ছাড়িয়ে নিতে উঠে পরে লাগে। তবে আটককৃতরা দাবী করেন তারা বাউল গান শুনে ফেরার পথে তাদের আটক করা হয়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) কাজী শরিফুল ইসলাম জানান, আটককৃতদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply