র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ২

মোঃ রুবেল ইসলাম.তাহমিদ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাক্ষণ পাইকসা এলাকায় র‍্যাব-১১ অভিযানে ৫০৪ ক্যান বিয়ার, ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ জানিয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি জানান, সোমবার দিনগত রাতে ব্রাক্ষণ পাইকসা সাকিনস্থ আব্দুল সালাম বিপুলের বাড়ীর পিছনে পুকুরের পূর্ব দক্ষিণ কোনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০৪ ক্যান বিয়ার, ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ বিরাশি হাজার চারশত টাকা।

এসময় কাদুরগাঁও গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল ছালাম(২২) এবং যশুরগাঁও গ্রামের হাজি মোঃ বাচ্চু মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (২৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply